সুনামগঞ্জের দিরাই উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) জনি রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, ওসি কাজী মোক্তাদির হোসেন, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, মোয়াজ্জেম হোসেন জুয়েল, শৈলেন্দ্র কুমার তালুকদার, একরার হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-২১