ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

 


মঙ্গলবার দিবসটি উপলক্ষে প্রশাসন ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

 

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিকৃবি শাখার সভাপতি বদরুল ইসলাম শোয়েব বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে এ দেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করে। দেশে ফিরে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে একটি জাতিকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সব কাজ করার দরকার, বঙ্গবন্ধু সেটাই করেছিলেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক।

 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাহুল ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোস্তফা সামছুজ্জামান, প্রফেসর এএফএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রফেসর ড. মোশারফ হোসেন সরকার।

 

এসময় উপস্থিত ছিলেন- পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রঞ্জন রায়, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক আনিছুর রহমান, প্রফেসর ড. আবু জাফর বেপারী, অতিরিক্ত রেজিস্ট্রার সুহেল আহমদ, সেলিনা বেগম, শারমিন নাহারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫