সিলেট শহরতলী খাদিমপাড়া গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে ‘সংগ্রামীদের’ (ভিক্ষুক) সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ২টায় গ্রামীণ ব্যাংক খাদিমপাড়া শাখার আয়োজনে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরন করেন শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান৷
এছাড়া উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপক প্রদীপ সাহা সহ শাখার অফিসার বৃন্দ।
গ্রামীণ ব্যাংক খাদিমপাড়া শাখার ব্যবস্থাপক বলেন, এরিয়া ব্যবস্থাপক মো. শাহজাহান চৌধুরীর নির্দেশনায় গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের পূর্ণবাসনের লক্ষ্যে বিভিন্ন দূর্যোগ সময়ে তাদেরকে সহায়তার উপহার দিয়ে আসছে। এছাড়া গ্রামীণ ব্যাংক এসব সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের সুধ মুক্ত ঋণ ব্যবস্থা চালু করেছে। যাতে করে তারা তাদের ভিক্ষা ভিত্তি পেশা পরিবর্তন করতে পারে। বর্তমানে তীব্র শীতে উষ্ণতা পেতে তাদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হল। আগামী দিনেও গ্রামীণ ব্যাংকের পক্ষ হতে সকল প্রকারের সহযোগিতা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/ইআ-১৪