আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু সাহাদাৎ মিসবাহ'র উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হামিদা খাতুন মডেল একাডেমীর মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোমিন হোসেন।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবু সাহাদাৎ মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন- সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন চন্দ্র পাল, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী সাদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক মো. নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭