মুক্তিযুদ্ধের সংগঠক প্রবাসী নাসির আহমদের অর্থায়নে সিলেটের ওসমানীনগরের মুন্সি গুল মোহাম্মাদ লতিফিয়া কমপ্লেক্সে চালু হয়েছে ‘হিফ্জ ও ইবতেদায়ী এবং এতিমখানা’।

আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলির পৃষ্টপোষকতায় ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের শরিষপুর এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সভা, মিলাদ দেয়া মাহফিল ও বই বিতরণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  


প্রতিষ্ঠানপ্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা নাসির আহমদ। 

অনুষ্ঠঅনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলার কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা সালেহ আহমদ বেতকুনি, মাওলানা আক্তার আলী, মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরি, আনজুমানে আলইসলার ওসমানীনগরের সভাপতি ছাদিকুর রহমান শিবলী, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মনজুর আহমদ, প্রধান শিক্ষক মুজতবা আহমদ মিছলু, হাফিজ আব্দুর মনাফ, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি ফয়ছল আহমদ,সহ-সভাপতি জুনায়েদ আহমদ তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফারুক মাহদী ও জুনাইদ আহম। 

হাফিজ এহসানুল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল হাই, ওসমানীনগর প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি হাফিজ আবুল কালাম, সমাজসেবী আব্দুল অদুদ ও আনুয়ারুজ্জামান প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডি.আর