হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ’র উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মাধবপুর প্রেসক্লাব কার্যালয়ে অর্ধশতাধিক মানুষের হাতে লেপগুলো তুলে দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তৈমুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, লিটন পাঠান, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক সুফল মোদকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৩