সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত যুবক দেলোয়ার হোসেন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৫০টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
এইদিকে এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বড়ছড়া কয়লা শুল্কস্টেশনের কার্যালয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান এবং ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন শিলং ১৯৩ ব্যাটালিয়নের অধিনায়ক ডেপুটি কমান্ডার ত্রি মাহেন্দ্র সিং।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর দেড়টার দিকে বুরুঙ্গচড়া গ্রামের পিছনে বাংলাদেশ সীমান্তের ভিতরে পাহাড়ি ছড়ায় ৪-৫ জন মহিলাসহ দেলোয়ার হোসেন গোসল করছিলেন। হঠাৎ ভারতীয় ৫-৬ জন বি এস এফ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে মাতাল অবস্থায় পাহাড়ি ছড়াতে এসে কোনো কিছু না বলেই প্রথমে বৃদ্ধ হনুফা বেগমকে বেধড়ক পিটুনি দেয়। পরে ৫-৬ রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে। একটি গুলি দেলোয়ার হোসেনের গায়ে লাগে। পরে গ্রামবাসী বিজিবিকে মোবাইল ফোনে বিষয়টি জানালে বিজিবি আসার পূর্বেই বিএসএফ ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আহমদ এ বিষয়ে বলেন, শুনেছি আহত দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরন করেছেন। তিনি বলেন, এঘটনার পর থেকে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে এবং সর্তক অবস্থানে রয়েছে।
এইদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. সাহিদুর রহমান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন প্রমুখ।