বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।
রোববার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সিসিক মেয়র মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় বলা হয়, তারা বলেন, মরহুমা চেমন আরা বেগম একজন আর্দশ মা এবং গৃহীনি ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন । পরিবারের স্বজনদের শোক সইবার শক্তি আল্লাহ দান করুন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১০