সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের জনন্দিত কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুকে সংবর্ধনা প্রদান করেছে কায়েস্তরাইল সমাজ কল্যাণ সমিতি। কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারী) বঙ্গবীর রোডস্থ কাউন্সিলর কার্যালয়ে সমিতির উদ্দ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি তারেক উল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ডা. এজাজ উদ্দিন সানী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খায়রুল আমিন রাফসান, সমিতির উপদেষ্টা নুর আহমদ খান সাদেক, সাবেক সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক সুবেল প্রমুখ।

পরে সংবর্ধিত অতিথি কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুকে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১২