দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলছে। ছোট থেকে বড় সব বয়সীদেরই ডায়াবেটিস হয়ে থাকে। আর ডায়াবেটিসের ফলে শরীরে বাসা বাঁধে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো সমস্যা। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। নিয়ম মেনে চলার আগে জানতে হবে যে, আপনি সত্যিই ডায়াবেটিসে আক্রান্ত কি না। তবে ডায়াবেটিস চেনা সব সময়ে সহজ নয়। অনেকেই দীর্ঘদিন পরে হয়তো জানতে পারেন যে, তিনি ডায়াবেটিসের শিকার। ডায়াবেটিস হলে তার লক্ষণ ফুটে ওঠে শরীরে।

 


চোখ

ডায়াবেটিস হলে প্রথম ইঙ্গিত দেয় চোখ। শর্করা রেটিনার ওপর প্রভাব ফেলে। চোখের সামনেটা ঝাপসা হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া— ডায়াবেটিসের সাধারণ লক্ষণ এটি। কোনও কারণ ছাড়াই চোখে এই সমস্যাগুলো দেখা দিলে শর্করার মাত্রা পরীক্ষা করান। কারণ, শর্করার মাত্রা বাড়লে সাধারণত এমন হয়।

পায়ের পাতা

ডায়াবেটিসের লক্ষণ ফুটে ওঠে পায়েও। ডায়াবেটিস হলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। তার প্রভাব পড়ে পায়েও। পায়ের পাতায় র‌্যাশ, চুলকানি, পা ফুলে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দেয়। পায়ের পাতায় রক্ত চলাচলও ব্যাহত হয় অনেক সময়ে।

কিডনি

রক্তে শর্করার মাত্রা বাড়লে কিডনির ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। বার বার মূত্রত্যাগের বেগ আসে। পেটেব্যথা, প্রস্রাবে দুর্গন্ধ ডায়াবেটিসের ইঙ্গিত করে। অনেক দিন ধরে এই উপসর্গগুলো দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

মাড়ি

ডায়াবেটিসের আরও একটি লক্ষণ হল মাড়ি থেকে রক্তপাত। ডায়াবেটিসের মাত্রা খুব বেশি হলে এমন হয়। শুধু রক্তপাত নয়, মাড়ি সংক্রান্ত যে কোনও সমস্যা দেখা দিলেই এক বার ডায়াবেটিসের মাত্রা পরীক্ষা করিয়ে নিন। ডায়াবেটিস হলে মুখের মধ্যে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। ফলে রক্ত বেরোনো ছাড়াও, প্রবল ব্যথাও এর লক্ষণ হতে পারে।

যে কোনও বয়সে হানা দিতে পারে ডায়াবেটিস। তাই সতর্ক এবং সুরক্ষিত থাকা জরুরি। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে দেওয়া যাবে না কিছুতেই। তার জন্য রোজের জীবনে বদল আনার পাশাপাশি খাওয়াদাওয়াতেও পরিবর্তন আনা জরুরি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭


সূত্র : দেশ রূপান্তর