যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন তা নিয়ে চলছে নানা বিচার-বিশ্লেষণ। সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা হলেও দেশের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠকই করেননি তিনি। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি বা সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

বিএনপি বলছে, তাদের সঙ্গে আন্তর্জাতিক বন্ধুরাষ্ট্রগুলোর নিয়মিত যোগাযোগ রয়েছে। মার্কিনিরাও এর বাইরে নয়। তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখছেন দলটির বেশ কয়েকজন নেতা। বিএনপির নেতাদের দাবি, ডোনাল্ড লু এসেছিলেন মার্কিন সরকারের কিছু বার্তা দিয়ে যেতে। কাজ শেষে করে চলে গেছেন। কৌশলগত কারণে তাদের সঙ্গে বৈঠক হয়নি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মার্কিনিরা একটা নীতির ওপর চলে। ডোনাল্ড লুর এবারের সফর ছিল শুধুই সরকারি। তার সারা দিন কর্মসূচি দেখলে সেটি পরিষ্কার। তিনি পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সুশীল সমাজের সঙ্গে একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল না। যদি থাকত এবং বিএনপির সঙ্গে বৈঠক না করত, সে ক্ষেত্রে প্রশ্ন আসত।

সুশীল সমাজের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক দেখভাল করেন এমন এক নেতা। তিনি সৌজন্য সাক্ষাতের সময় দলের কিছু তথ্য ডোনাল্ড লুর কাছে দিয়েছেন বলে জানা গেছে।

দলটির ওই নেতা জানান, সরকারকে মেসেজ দিতেই লুর এ সফর। এটা আগে থেকেই তারা জানতেন। যেহেতু অন্য রাজনৈতিক দলের সঙ্গে কোনো বৈঠক রাখেননি তিনি, তাই কৌশলগত কারণে তারাও আলাদা করে বসার কথা বলেননি। তিনি জানান, ডোনাল্ড লু মূলত দুটি মেসেজ ক্লিয়ার করতে এসেছিলেন। প্রথমত, বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় তারা। ২০১৪ ও ’১৮ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রেক্ষাপট তারা দেখতে চান না। বিএনপির মতো জনসমর্থন রয়েছে এমন দল যাতে নির্বাচনের বাইরে না থাকে সেটি বিশেষভাবে বলে গেছেন। ১০টি বিভাগীয় সমাবেশের মাধ্যমে বিএনপির জনসমর্থনের বিষয়টিও তিনি তুলে ধরেছেন বলে এ নেতার দাবি।

দ্বিতীয়ত, মার্কিন রাষ্ট্রদূতসহ দেশটির কর্মকর্তাদের ওপর হামলা বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বলে গেছেন। ২০২২ সালের ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়ি পরিদর্শন করে বেরিয়ে আসার সময় একদল মানুষ তাকে ঘিরে ধরার চেষ্টা করে। এর আগে ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর এলাকার বাসায় নৈশভোজে অংশ নেন সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুসি মারে হামলাকারীরা। গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না মার্কিন প্রশাসন সেটি জানিয়ে গেছেন।

আমীর খসরু জানান, ডোনাল্ড লু আসবেন, সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বসবেন এবং একটি বার্তা দিয়ে যাবেন সেটিই তিনি করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের মতো মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে। গণতন্ত্র না থাকলে বিরোধী দল কর্মসূচি করতে না পারলে, হামলার শিকার হলে তারা যে বার্তা সাধারণত দেয় সেটিই দিয়ে গেছেন। তিনি বলেছেন এভাবে চললে তারা আবারও এ নিয়ে কথা বলবেন। তিনি যদি বার্তা নাই দিতেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর বলতেন না যে, মার্কিনিরা বলেছেন, সবার রাজনীতি করার অধিকার আছে।

মার্কিনিদের সঙ্গে যে যোগাযোগ রয়েছে সে বিষয়টি সরাসরি উল্লেখ না করে গত রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক সেমিনারে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, আন্তর্জাতিক বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তাদের সঙ্গে আমাদের বসতে হয়। আন্তর্জাতিকভাবে শক্ত চাপ আছে সরকারের ওপর। আর কোনো নির্বাচন এভাবে বিনা ভোটে রাতে করা যাবে না। আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেছেন। তারা সেটা নিয়ে কাজ করবেন সেটাও বলেছেন। তার স্টেটমেন্টে সেটা ফুটেও উঠেছে। একটা জিনিস পরিষ্কার, সব দল যাতে রাজনীতি করতে পারে এবং জানমালের যাতে ক্ষতি না হয়, জনগণের পছন্দের সরকার যাতে ক্ষমতায় আসতে পারে সেটি নিশ্চিত হতে চেয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে


সূত্র : দেশ রূপান্তর