মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনভর উপজেলার হলিছড়া ও লুহাইউনি চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন- একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। তিনি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শুরু থেকে মানবিক বিভিন্ন ধরণের কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় মহতী উদ্যোগ নিয়ে এ বছরও শীতার্তদের পাশে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের রিজিওনাল প্রধান মোহাম্মদ কামরান আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-১২