সিলেট নগরে ৩ দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।

 


বাতি ফাউন্ডেশনের উদ্যোগে এই নারী উদ্যোক্তা মেলা সিলেট নগরের জল্লারপাড়স্থ গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হবে।

 

১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জসওয়াল।

 

প্রায় ৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৯-২১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারী উদ্যোক্তা মেলা চলবে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে A H Z ASSOCIATES।

 

কো-স্পন্সর হিসেবে রয়েছে- নভেম ইকো রিসোর্ট, টিপটপ মার্ট, ফ্যান্টাসি সুইট ও ইপিএস। মেলা সবার জন্য উন্মুক্ত ও সকলের জন্য শুভেচ্ছা উপহার রয়েছে।

 

২১ জানুয়ারি শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

 

বাতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী জানান, তৃণমূল নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। বাতি ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে নারীদের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস কাজ করছে। সেই ধারাবাহিকতায় পুণ্যভূমি সিলেটে তিনদিনব্যাপী এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। নারী উদ্যোক্তা মেলায় সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বাতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭