শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপি বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (BSM) এর ৩৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

 


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলন উদ্বোধন করা হয়।

 

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় "Innovation in Microbiotechnology for Achieving SDGs"। সম্মেলনে জৈবপ্রযুক্তিতে অনুজীবের প্রয়োগ নিয়ে ১৭৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম।

 

সম্মেলনে কনফারেন্স অর্গানাইজিং কমিটির সভাপতি ও  স্কুল অব লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন।

 

বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (BSM) এর ভাইস প্রেসিডেন্ট ICDDR'B এর সিনিয়র সায়েন্টিস্ট ড. মনিরুল আলম এবং BSM এর জেনারেল সেক্রেটারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম,  কনফারেন্স অর্গানাইজিং কমিটির সেক্রেটারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম আবু সায়েম ধন্যবাদ জ্ঞাপন করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ICDDR'B এর সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান ইমেরিটাস বিজ্ঞানী অধ্যাপক ড. ফেরদৌসি কাদরী ও এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজির সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক।

 

এসময় বক্তরা বলেন, গবেষণালব্ধ জ্ঞান ৪র্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অবস্থানকে আরও সমুন্নত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমগ্র বাংলাদেশের অণুজীব বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি বিষয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা সম্মেলনটিকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছে। বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে এই কনফারেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করি। দুইদিন ব্যাপি এই সম্মেলনে গবেষকরা তাদের গবেষণালব্ধ ফলাফলের প্রদর্শন ও তৎপ্রসূত জ্ঞান বিনিময় করবেন। অণুজীব বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি বিষয়ের উপযোগিতা সম্পর্কে বিশদ পর্যালোচনার মাধ্যমে জ্ঞানের পরিচর্যা ও ছাত্রছাত্রীদের মাঝে এর গুরুত্বের প্রসার করা সম্মেলনের প্রধান উদ্দেশ্য।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-৩১