সিলেটে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায়। শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টা পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর আওতাধীন এলাকায় সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী। 


শুক্রবার বিউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়, উপশহর ও শিবগঞ্জ ফিডারের আওতাধীন সিলেট নগরীর ভেতরে ১১ কেভি লাইনের আশেপাশের গাছপালা কর্তনের জন্য উপশহর এ, বি, সি, ডি ও জে ব্লক এবং শিবগঞ্জ, টিলাগড়, হাতিমবাগ, এমসি কলেজ  এর আশপাশের সকল এলাকায় সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় ‘জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্রাহকদের সাময়িক ভোগান্তি হবে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’


সিলেটভিউ২৪ডটকম/পিডি