মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামপুর এলাকায় শাহজালাল মর্ণিং স্কুল (কিন্ডারগার্ডেন) উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল মর্ণিং স্কুলের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে ও শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া, ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ, পিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক শাব্বির এলাহী, শিক্ষক আব্দুল কাদির, মুজিবুর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১২