ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর দৌলতপুর এলাকায় দু’টি বসতঘর ও একটি মুদি দোকান অগ্নিকান্ডে ছাই হয়েছে।

 


এ অগ্নিকান্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

জানা যায়, মোশাররফ হোসেন এর বাড়িতে বৈদ্যুৎতিক শর্টসার্কিট বা শুকনো খড় থেকে আগুনের স‚ত্রপাত হয়ে দ্রুত আগুনে বসতঘর ও দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, আগুন কিভাবে লাগেছে জানিনা। এ দুজন ভাড়াটিয়া রিনা বেগম এবং মিনা বেগমের দোকান ও ঘর আগুনে পুড়ে গেছে। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করব।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৩