অংকে কাঁচা বলে স্কুলে কান মলা, পরীক্ষায় মাথা ব্যথা, চাকরির বাজারে নাকানি-চুবানি- কতোই না ‘বিড়ম্বনার’ শিকার হতে হয়েছে। কিন্তু এই ‘অংকাতঙ্ক’ যে বিয়ের মঞ্চেও ‘বিপাকে’ ফেলতে পারে ঘুণাক্ষরেও কি কোনো দিন ভেবেছে কেউ?

তবে এবার সাবধান হোন। মালা বদলের আগে ‘মনোযোগী শিক্ষার্থী’ হয়ে যোগ-বিয়োগ-গুণ-ভাগ চর্চা করতে থাকুন। নতুবা আপনার ভাগ্যও গঠতে পারে বিয়ে ভাঙ্গার মতো গঠনা। সহজ একটা অংক মিলাতে না পারার কারণে বিয়ে ভেঙে গেল উত্তরপ্রদেশের ফারুখাবাদে এক তরুণের।


 

বিয়ের অনুষ্ঠানে পুরোহিত বরের আচরণ সন্দেহজনক দেখে কনের পরিবারকে জানান। এরপরই বিয়ের মণ্ডপ থেকে উঠে যান কনে।

বর টাকা গুণতে না পারায় বিয়ের মাঝপথেই তা বন্ধ করে দিলেন এক কনে। এমনটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদে।

 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে পুরোহিত বরের আচরণ সন্দেহজনক দেখে কনের পরিবারকে জানান। এরপরই বিয়ের মণ্ডপ থেকে উঠে যান কনে। এ নিয়ে তখন বর ও কনের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কনের পরিবারের দাবি, বিয়ের আগ দিন পর্যন্ত তারা জানতেন না যে, বর মানসিকভাবে দুর্বল।

 

কনের ভাই বলেন, ‘বিয়ের ঘটক ছিলে আমার একজন নিকটাত্মীয়। তাই আমরা তাকে বিশ্বাস করেছিলাম। পুরোহিত বরের অদ্ভুত আচরণ সম্পর্কে জানালে আমরা একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিই। আমরা ১০ রুপির ৩০টি নোট বরকে গুণতে দিয়েছিলাম, কিন্তু সে তা পারেনি। এমন পরিস্থিতিতে আমার বোন বিয়ে করতে অস্বীকৃতি জানান।’

 

উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা অনিল কুমার চৌবে বলেন, ‘এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।’


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৮


সূত্র : নিউজ বাংলা