সুনামগঞ্জের দিরাইয়ে ভাটি বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে সমবায়ী সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে শতাধিক সমবায়ী সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।
ভাটি বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক আবু হানিফ চৌধুরী, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৪