২০২৩ সালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ভলিবল প্রতিযোগিতায় সিলেট বিভাগে (উপ-অঞ্চল) চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর বিভাগীয় পর্যায়ে সিলেট জেলা টিম সোনারবাংলা উচ্চ বিদ্যালয় বনাম মৌলবীবাজার জেলা টিমের মধ্যে অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগীতায় গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভলিবলে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ছাড়াও উপজেলার সাধারণ মানুষের মাঝে এ আনন্দ ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভলিবল টিমের সকল সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
ভলিবলে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা ক্রিড়া সংস্থার সিনিয়র সহসভাপতি ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন প্রমুখ।
অপর দিকে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে নগদ অর্থ উপহার হিসেবে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/এম,এ,মতিন/পল্লব-২০