যারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপর একটি শস্য বীজের মতো, যা থেকে সাতটি শীষ জম্মে প্রতিটি শীষে থাকে একশত শস্য দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা বহুগুনে বৃদ্ধি করে দেন।

 


এই ধারবাহিকতায় স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়ন এর রায়খালী গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদের অর্থয়নে সিলেট নগরীর জোনাকী উত্তর বালুচর এলাকার জামেয়া নূরীয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মাদ্রাসার হাফিজ ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ১১টা জোনাকীর জামেয়া নূরীয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মাদ্রাসায় বিতরণ অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম এর হাতে স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এস, এন সাজন কোরআন শরীফ তোলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন- স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এডমিন সুয়াইব হোসেন আমিন, সুয়েব আহমদ, উসমান আহমদ, মাদ্রাসার সহ শিক্ষক হাফিজ মাওলানা কুদরতউল্লাহ, হাফিজ মাওলানা মুস্তাক, শিক্ষা সচিব হাফিজ মাওলানা তোফায়েল আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২