সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিলেট পর্ব। বুধবার (২৫জানুয়ারি) দুপুরে বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মাশরাফী- মুশফিক-আমিররা। এর আগে মঙ্গলবার সেলেট পৌঁছায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

৩১ জানুয়ারি পর্যন্ত সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে চলবে সিলেটের পর্ব। মাঝে অবশ্য ২৯ জানুয়ারি বিরতি রয়েছে। 


বুধবার (২৫ জানুয়ারি) সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২’এ অনুশীলন করেছে বন্দর নগরী চট্টগ্রামের দলটি। কোচ জুলিয়ান উডের নেতৃত্বে ঘাম ঝরিয়েছেন চ্যালেঞ্জার্সরা। আগামী ২৭ জানুয়ারি (শনিবার) ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তারা। এর পরের দিন লড়বে সিলেটের বিপক্ষে।

সিলেট পর্বে বিপিএলে সাত দলের লড়াইটা বেশ জমে উঠেবে বলে মনে করছেন অনেকেই। টেবিলের শীর্ষে থেকেই নিজেদের মাঠে খেলতে নামবে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে সিলেট ৭ ম্যাচ খেলে জিতেছে ৬টিতেই। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান তাদের।

টেবিলের দুইয়ে রয়েছে ফরচুন বরিশাল। বরিশালও সিলেটের মত ৭ ম্যাচ খেলেছে। জিতেছে ৫টিতে, হেরেছে ২টি। ১০ পয়েন্ট নিয়ে সিলেটের পরেই অবস্থান করছে সাকিব আল হাসানের বরিশাল।

এরপর তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে তিন ম্যাচ হারলেও বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ইমরুল কায়েসের কুমিল্লা।

কুমিল্লার সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে রংপুর রাইডার্স। ৩ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকলেও রংপুর ম্যাচ খেলেছে ৬টি। অর্থাৎ কুমিল্লার চেয়ে ১টি কম। সেক্ষেত্রে সিলেটে ভাল খেললে পয়েন্ট টেবিলে উন্নতি হবে তাদের।

বাকি তিন দলের সকলের পয়েন্ট সমান ৪ করে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট অর্জন করেছে খুলনা, তবে তারা ম্যাচ খেলেছে ৬টি। অন্যদিকে বাকি দুইদু দল ঢাকা ডমিনেটর্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ খেলেছে যথাক্রমে ৮টি এবং ৭টি করে।

৪ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে আছে চট্টগ্রাম। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে ঢাকা। ফলে সিলেট পর্বে খুলনার নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।

গ্রুপপর্বের সব ম্যাচ শেষ হওয়ার পর টেবিলের শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। শীর্ষ দুইদল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। তৃতীয় এবং চতুর্থ দল খেলবে এলিমিনেটরে। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। দুই কোয়ালিফায়ারের জয়ী দুইদল মুখোমুখি হবে ফাইনালে।

পয়েন্ট টেবিলের এমন চিত্র বদলেও যেতে পারে সিলেট পর্ব শেষে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিপিএলের সিলেট পর্ব কোন চমক নিয়ে বসে আছে কে জানে? আপাতত টুর্নামেন্টের বাকি সময়েও টানটান উত্তেজনাপূর্ণ খেলার অপেক্ষাতেই থাকতে পারেন ভক্ত-সমর্থকরা।


সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডি.আর/পল্লব-৮