জয়া আহসান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। টেলি-সিনে পর্দার পাশাপাশি সোশালেও দাপিয়ে বেড়ান এই তারকা। নিয়মিত নানা ছবি ও মন্তব্য পোস্ট করে আলোচনায় থাকেন। সোশালে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। আজ সকাল সাড়ে ১০টার দিকে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি তার অনুরাগীদের জন্য। সেই সাঙ্গে যুক্ত করেন চমৎকার একটি কোটেশন।
কোটেশনটির বাংলা অনেকটা এরকম- 'আমি মানুষের কথা ভাবতে চাইনি। আমি চেয়েছিলাম গাছ, গন্ধ আর রং-এর কথা ভাবতে। আমি চেয়েছিলাম গাছে গাছে ছায়ার স্থানান্তর। যার ভাষা আমি বুঝি। আমি চেয়েছিলাম এর মাঝেই মিলিয়ে যেতে। সেখানেই পাখির মতো, এক শেয়ালের মতো বাঁচতে, শীতকালে। এবং আমি ছেড়ে যতে পারতাম, যা কিছু আমার দেখা।'
সেই সঙ্গে তিনি তার ১৪টি ছবিও পোস্ট করেন। তবে ছবিগুলোর লোকেশন জানা যায়নি। ছবিগুলোতে এর মধ্যেই প্রায় ১১ হাজার রিঅআক্ট এব ১২ শ মন্তব্য পড়েছে।
উল্লেখ্য, জয়া আহসানের এই ক্যাপশনটি ১৯৯৬ সালে প্রকাশিত মার্কিন বিজ্ঞান কল্পকাহিনি ও ফ্যান্টাসি লেখক প্যাট্রিসিয়া এ ম্যাককিলিপ-এর ফ্যান্টাসি উপন্যাস 'উইন্টার রোজ' থেকে নেওয়া।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৮
সূত্র : দেশ রূপান্তর