শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে শূন্য আসন পূরণ করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিগগিরই ডাকা হবে; এছাড়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 


রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এ তথ্য জানান।

 

তিনি বলেন, চূড়ান্ত ভর্তি শেষে যে আসানগুলো ফাঁকা রয়েছে সেগুলোতে আগামী ২ অথবা ৩ ফেব্রুয়ারি ভর্তির জন্য শিক্ষার্থীদের ডাকা হবে। এতে আগের আবেদনের প্রেক্ষিতে প্রকাশিত মেধা তালিকা থেকে সিরিয়াল অনুযায়ী আসন খালি সাপেক্ষে ডাকা হবে। তবে মাইগ্রেশন কার্যক্রম শেষ হলে বিভাগগুলোর শূন্য আসনগুলো পূরণ করা হবে। আগামী ৩১ জানুয়ারি মাইগ্রেশন শেষ হওয়ার কথা রয়েছে।

 

এছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

 

প্রসঙ্গত, এর আগে ৭ ধাপে ডেকে  এবং একবার গণবিজ্ঞপ্তি দিয়েও আসন সংখ্যা পূর্ণ করতে পারেনি শিক্ষালয়টি। গত ২৫ জানুয়ারি চূড়ান্ত ভর্তি শেষ করে প্রতিষ্ঠানটি। এতে ৩টি ইউনিটে ১ হাজার ৬৬৬টি আসনের মধ্যে ১৪৪টি আসন ফাঁকা রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৪