কেবল এই রুক্ষতার সময়েই নয়, সারা বছর ত্বক সতেজ রাখতে চাইলে মধু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। জেনে নিন ত্বকে মধু ব্যবহারের কিছু উপকারিতা ও কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে।
 

১। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ব্রণের দাগ কমায়।
২। ত্বক নরম ও মসৃণ রাখে মধু।
৩। ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে।
৪। বলিরেখা ও রোদে পোড়া দাগ দূর করতে সক্ষম মধু।
৫। ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অতুলনীয় এই উপাদান।



যেভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন মধু

১। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে ত্বক ম্যাসাজ করুন। কয়েক মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।


২। ত্বকে সরাসরি লাগান মধু। শুকিয়ে টানটান হয়ে গেলে ধুয়ে ফেলুন।

৩। সমপরিমাণ মধু ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। দুই টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫। মধুর সঙ্গে চন্দনের গুঁড়া ও পাকা পেঁপে মেশান। এই ফেসপ্যাকটি নিয়মিত ত্বকে লাগালে রোদে পোড়া দাগ দূর হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৪


সূত্র : বাংলা ট্রিবিউন