কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার মান নিশ্চিতকরণ, নতুন শিক্ষকদের বরণ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল হকের অবসর জনিত বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কাজল রায় ও নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ রায়, দলইরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, চাটিবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, পুর্ণাছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল আলী, খায়েরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার আল আযাদ, চেংগাখই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা রানী দাস, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, ইছাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিম, মুড়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নুর, কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ, তৈমুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক সৈলেন চন্দ্র নাথ, রমজান আলী, রিপন আহমদ, আব্দুর রহিম, সাজ্জাদুর রহমান, আজিবুর রহমান, আপ্তাব আলী, আব্দুল খালেক, ছিদ্দিকুর রহমান, ইন্তাজ আলী ও খসরুজ্জামান প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন। পরে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২৬