ফাইল ছবি

সিলেট-জকিগঞ্জ সড়কে ৪টির বশি বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে ডাকা অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’  স্থগিত করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিসি কর্তৃপক্ষ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।


রোববার বিকেলে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিআরটিসি সিলেটের ডিপো ব্যবস্থাপক মো. সোহেল রানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পরিবহন নেতারা বলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

এর আগে শনিবার রাতে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতীরতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় সিলেট-জকিগঞ্জ সড়কে ‘পরিবহন ধর্মঘট’ ডাক দেওয়া হয়েছিলো।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম