বিশ বছর পেরিয়ে একুশে পদার্পণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সংগঠন ‘কিন’। এ উপলক্ষে ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিও পালন করছে সংগঠনটির সদস্যরা। এর মধ্যে সোমবার বিশ বছর পূর্তিতে ক্যাম্পাসে শোভাযাত্রা এবং বৃক্ষরোপণ করেন তারা।

 


এছাড়া তাদের কর্মসূচির মধ্যে রয়েছে হেলথ ক্যাম্প, ইনডোর গেমস, কিন স্কুলের শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব ও বারবিকিউ সন্ধ্যা। সংগঠনটির সভাপতি ইফরাতুল হাসান রাহিম বলেন, ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ মূলমন্ত্রকে ধারণ করে ২০০৩ সালের ৩০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় কিন। গত ২০ বছর সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নোমান/ নাজাত-০৫