দেশের অন্যতম নান্দনিক স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। টিলা-পাহাড় আর সবুজে ঘেরা এই মাঠে যখন যে ম্যাচই হোক না কেন দর্শকরা উৎসাহ-উদ্দীপনা আর উৎসবে মেতে উঠেন। টিকিটের জন্য হাহাকার থাকলেও দর্শকরাও আগ্রহ নিয়ে আসেন খেলা উপভোগে। এবার সিলেটী ক্রীড়াপ্রেমীদের উৎসব নিজ চোখে দেখে বেজায় আনন্দিত খোদ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার (৩০ জানুয়ারি) সিলেট স্টেডিয়াম পরিদর্শন করতে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। খেলা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানালেন, বিপিএল নিয়ে এরকম আগ্রহ আগে আর দেখেননি তিনি।
সিলেটে বিপিএলের আরও বেশি ম্যাচ দেওয়া যায় কি না জানতে চাইলে পাপন বলেন, 'অবশ্যই দেওয়া যায়। আগে যতগুলো খেলা দেখেছি ঘরোয়া, বিপিএলসহ- সিলেটের মতো এরকম উৎসাহ-উদ্দীপনা আগে কখনো দেখিনি।
সিলেটের মাঠ প্রসঙ্গে পাপন বলেন, অবশ্যই সিলেটের মতো ওরকম দর্শক অন্য কোথায় নেই। তবে নিঃসন্দেহে বলতে পারি ঢাকায় বরিশাল ও সিলেটের শেষ ম্যাচ ছিল দুপুর বেলায় ওয়ার্কিং ডে-তে। আমার জীবনে আমি বিপিএলে লিগ পর্বের খেলায় ঢাকায়ও এরকম দর্শক দেখিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সহ অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / মাহি / ডি.আর