সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ছিলো ওপেন সিক্রেট। জানতেন সবাই, কিন্তু অ্যাকশনে যেতেন না। 

তবে এবার যেন টনক নড়েছে জেলা প্রশাসনের। মঙ্গলবার ফের সিলেট পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় চার দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। 


দণ্ডপ্রাপ্তরা হলেন- কিরন দেবনাথ (৫৬), মো. আব্দুল মতিন (৪৯), মো. রাজু আহমদ (৪০) ও পিয়াস মিয়া (২৪)।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার। তাঁকে সহযোগিতা করেন র‍্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আলমসহ র‍্যাবের একটি দল। 

অভিযানের সময় আররও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট পাসপোর্ট অফিসে মানুষের দীর্ঘদিনের হয়রানি ও ভোগান্তি লাঘবে মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি আরেকদিন অভিযান চালানো হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম