বিয়ানীবাজারের মাতিউরা ইউনিয়নে আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে মেধাবি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।

 


সোমবার (৩০ জানুয়ারি) আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান করা হয়।

‘জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে ২০২২ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।

 

আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পিটিএ সভাপতি ফজলুর রহমান, এসএমসির সহ সভাপতি নিজাম উদ্দিন,  বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মক্তার আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মো. আওলাদ হোসেন, পশ্চিম মাথিউরা সপ্রাবি'র প্রধান শিক্ষক মো. মুছলেহ উদ্দিন, শিক্ষক মো আব্দুল বাসিত প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দীন জাফরী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

২০২২ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে নগদ ৪ হাজার, ২ হাজার এবং ১ হাজার টাকা এবং সনদপত্র প্রদান করা হয়।

২০২২ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী তানজিলা আফরিন, ছামছিয়া জান্নাত ছাদিয়া, হাজেরা বেগম মীম, ২য় শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী মো. আব্দুল হাদী, শরীফুর রহমান আরাফ, নাজিফা ইবনাত, ৩য় শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী মোহাইমিন হাছান, মো. খলিলুল্লাহ আল।

 

এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মো. আওলাদ হোসেন,  সাস্ট এর সাবেক মেধাবী ছাত্র ও আয়ারল্যান্ড প্রবাসী মো. শাহিদ জামান, সমাজসেবী ও ওয়ার্ড মেম্বার সৈয়দুর রহমান, সংরক্ষিত মহিলা মেম্বার রোজি বেগম, আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দীন জাফরী, অত্র বিদ্যালয়ের সহকারী  শিক্ষক শিউলীরানী পুরকায়স্থ সহকারী শিক্ষক রিতা খানম, সহকারী শিক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী  শিক্ষক ফরিদা ইয়াছমিন শিউলী, আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম’কে ক্রেস্ট প্রদান করা হয়।

 

এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস বাবদ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আওলাদ হোসেন এর পক্ষ থেকে ২০ হাজার টাকা ও ৭ নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিন এর ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

 

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী দুই সহোদর সফটওয়্যার প্রকৌশলী মো. সাহিদুর রহমান সুমন এবং আতিকুর রহমান মোহন তাদের প্রয়াত পিতা ও মাতার নামে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার প্রথমবারের মত বৃত্তি প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১