সিলেটে আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার সন্ধ্যায় নগরীর দরগা মহল্লাস্থ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. সাজেদুল করিম।

 

শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন- লন্ডনস্থ ভিক্টোরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কারী আব্দুল হক।

 

বক্তব্য রাখেন আল- কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মো. ইয়াহইয়া, অধ্যাপক ফরিদ আহমদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেটের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, মাওলানা কারী মিসবাদ উদ্দীন, হাফিজ এহসানুল হক, কাজী সৈয়দ মুজাম্মিল উদ্দিন, মাওলানা আতাউর রহমান বঙ্গী, হাফিজ মাওলানা সাহুল আহমদ, মাওলানা কারী আারিফ বিল্লাহ আমীর, মোঃ মাসুম মিয়া, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, মাওলানা শামসুল ইসলাম, কারী আজমান হোসাইন ইমন প্রমুখ।

 

এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা গ্রহণ করতে হবে। আদর্শ জীবন গঠনে ইসলামিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শুধু লেখাপড়া করে ডিগ্রি অর্জন করলে চলবেনা, আখেরাতে কল্যাণে প্রত্যেকেই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে।

 

বক্তারা বলেন, ইসলামিক শিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের  কোরআনের আলোয় শিক্ষিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রসংশনীয়।

 

বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের মত অন্যান্যন প্রতিষ্ঠানকে ইসলামি শিক্ষাদানে এগিয়ে আসার আহবান জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১