আগামিকাল বুধবার ১ ফেব্রুয়ারি দুই যুগে পদার্পণ করছে সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তর।

 


এ উপলক্ষে সিলেট ব্যুরোর পক্ষ থেকে র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

 

বেলা ১১ টায় র‌্যালি বের করা হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং দুপুর ১২টায় কেক কাটা হবে ব্লু ওয়াটারস্থ যুগান্তরের সিলেট বিভাগীয় ব্যুরোতে।

 

এতে যুগান্তরের শুভানুধ্যায়ী, পাঠকসহ সূধী জনের উপস্থিতি কামনা করেছেন ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯