জৈন্তাপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনকল্যাণে পুলিশের কাজকে গতিশীল করতে জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 


মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৯ টায় থানার কনফারেন্স রুমে জৈন্তাপুর প্রেসক্লাব ও কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল সভাপতিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এস আই) কাজী শাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো. আব্দুল করিম।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল করিম বলেন, পুলিশ জনগণের বন্ধু, অসহায় মানুষের সেবা করাই হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ। জৈন্তাপুর উপজেলার মর্যাদা অক্ষুন্ন রেখে মানুষের কল্যাণে রাষ্ট্রীয় সেবা প্রদানের জন্য কাজ করতে এসেছি। সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সমাজ সহ সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিক সমাজ হচ্ছেন জাতির বিবেক আপনাদের লিখনীর মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠে। সাংবাদিক নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতায় জৈন্তাপুরকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সহ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সংবাদকর্মী সাইফুল ইসলাম বাবু।

 

আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জৈন্তাপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-০১