শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব এসেছে।
এতে সভাপতি হিসেবে অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন।
কমিটিতে অন্যরা হলেন- সহ সভাপতি পদে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, সহ-সাধারণ সম্পাদক সহকারী প্রোগ্রামার শরফ উদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টস অফিসার অশোক বর্মণ অসীম।
এছাড়া ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে (যথাক্রমে সর্বোচ্চ ভোটপ্রাপ্তের ভিত্তিতে) উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল, আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আক্তার চৌধুরী এবং সহকারী রেজিস্ট্রার (স্টোর) আবুল বাশার মো. এনায়েত হোসেন নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. নুরুল আমিন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ২৬জন প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
এর মধ্যে বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মধ্য থেকে ‘মুর্শেদ-সায়েম প্যানেল’ থেকে সাতজন ও আওয়ামী লীগপন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ থেকে ‘তাজিম-জুয়েল প্যানেল’ থেকে চারজন বিজয়ী হয়েছেন।
তবে মমিনুল-আশরাফুল প্যানেল থেকে কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৩