জালালাবাদ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
জালালাবাদ যুব কল্যাণ সংস্থার সভাপতি মো. আবু তাহের এর সভাপতিত্বে ও এস এম সিতাবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী বলেন, গরীব, দুঃখী মানুষের মাঝে যারা পাশে এসে দাঁড়ায় তারা মহতি ব্যক্তি।
সমাজের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বিক্তবান ব্যক্তিদের আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্ঠা শ্যামল চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মঞ্জু দাস, অলিউর রহমান, মো. সুলতান খান, জয়দ্বীপ চক্রবর্তী, রফিক আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩