পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তবে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে ফের ঢাকায় ফিরছেন দুজন। সিলেট স্ট্রাইকার্স সোমবার তাদের ফেসবুক পেজে আমির ও ইমাদের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে, ‘লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন তারা।’
 

বাঁহাতি ফাস্ট বোলার আমির ও স্পিনিং অলরাউন্ডার ইমাদ ৩০ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরে যান।


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের জন্য তাদের দেশের সব ক্রিকেটারদের দেশে ফিরতে নির্দেশ দেয়। এরপরই বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটাররা দেশে ফিরতে থাকেন। অনেকে আবার ফিরেও আসছেন। তাদের দলে যোগ দিলেন আমির-ইমাদ।

আমির ও ইমাদ চলে যাওয়ার পর রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে ১৭০ রানের পুঁজি গড়েও ৮ উইকেটে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। ওই ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় খেলেননি অধিনায়ক মশরাফী বিন মোর্ত্তজাও।

লিগ পর্বের শেষ ম্যাচেও মাশরাফীকে নিয়ে শঙ্কা রয়েছে। এ অবস্থায় আমির-ইমাদের ফেরা সিলেটের ভক্তদের জন্য বেশ স্বস্তির।

প্লে-অফ অনেক আগেই নিশ্চিত হয়েছে সিলেটের। এই মুহূর্তে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে মাশরাফীর দল। খুলনার সাথে শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১২ ম্যাচে ১৮। সেটা হলে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফাই খেলা নিশ্চিত হবে সিলেটের।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১০