চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মোছলেম উদ্দিন আহমদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন একনিষ্ঠ কর্মী। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসাধারণ বীরত্ব ও অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।”
পররাষ্ট্রমন্ত্রী মরহুম মোছলেম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫