সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে পুরষ্কৃত করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয়, গোলাপগঞ্জ থানার সকলের। সবার দায়িত্বশীল ভূমিকা পালন করার কারণে আমি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। সততা ও নিষ্ঠার সঙ্গে আগামীদিনে দায়িত্বপালনের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
সিলেটভিউ২৪ডটকম/এফএমএ/পল্লব-২৪