সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ১১নং শরীফগঞ্জ ইউনিয়নে আন্ত:খাটকাই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী ২২ টি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ৫০টি জার্সি উপহার দিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফখরুল ইসলাম।
সোমবার (৬ ফেব্রুয়ারি) শরীফগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে জার্সি প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন- ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম কবির উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবদুল কাদির, খাটকাই আবাহনী ক্রীড়া চক্রের সাবেক ফুটবলার জামিল আহমদ আনসার, ক্রীড়া সংগঠক জাহির হোসেন, টিলাগড় ক্লাবের সাবেক ফুটবলার এনামুল হক, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আবদুল মুকিত, আলোকিত খাটকাই এর কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক জাবেদুর রহমান রিপন, খাটকাই রাইজিং স্টার ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মো. জবরুল ইসলাম ও স্পেন প্রবাসী ক্রীড়া সংগঠক লিমন আহমদ প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফখরুল ইসলাম দেশে-বিদেশে ব্যাডমিন্টনের একজন সংগঠক হিসেবে পরিচিত।
সিলেটের বিয়ানীবাজারে দেশের শীর্ষ স্থানীয় শাটলারদের অংশগ্রহনে ব্যাপক জনপ্রিয় ফখরুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্টপোষক ফখরুল ইসলাম।
তিনি দেশের অনেক ব্যাডমিন্টন একাডেমি ও বিভিন্ন টূর্নামেন্টে নিয়মিতভাবে ক্রীড়া সামগ্রী স্পন্সরশীপের মাধ্যমে শাটলারদের অনুপ্রেরণা দিয়ে থাকেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪