সিরিয়া-তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে কাতার

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি ও ১২০ জন উদ্ধারকারীর দল পাঠাচ্ছে কাতার। এছাড়া একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তাও পাঠানো হচ্ছে।


মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এটা সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় অবদান রাখতে কাতারি প্রচেষ্টার অংশ।
এদিকে আল জাজিরার সাংবাদিক আলউদেইদ কাতারি বিমান ঘাঁটি থেকে বলেন, আমরা সি-১৩০ মডেলের একটি বিমানে আছি যেটি তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে। এর ক্রুরা ভ্রাম্যমাণ বাড়িস্থাপন কার্যক্রমে অংশ নেবে।

সোমবারের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজারের কাছাকাছি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইতোমধ্যে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এয়ারলিফট চালু করার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, একটি উদ্ধারকারী দল, একটি মাঠ হাসপাতাল, ত্রাণ সহায়তা, তাঁবু এবং শীতকালীন সরবরাহও পাঠানো হবে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ

 


সূত্র : ডেইলি সাবাহ