ওয়ার্কশপে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হলো নতুন এক অধ্যায়। স্বাস্থ্যসেবায় সিলেট অঞ্চলের মানুষের সবচেয়ে বড় এই ভরসাস্থলে প্রথমবারের মতো ‘স্লিপ সার্জারি’ সম্পন্ন হয়েছে। কাল মঙ্গলবার এই সার্জারি করা হয়।

ঘুমের সময় নাক ডাকা ও শ্বাস বন্ধ হয়ে আসা সমস্যায় ভোগা একজন রোগীর স্লিপ সার্জারি করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.মনিলাল আইচ লিটু। তাঁর সঙ্গে টিমে ছিলেন সহকারি অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম, ডা. মাসুম বিল্লাহ, ডা. হাসান আতিক চৌধুরী, ডা. মৃণাল দেব ও ডা. অরূপ রাউৎ। এনেস্থেশিয়ার চিকিৎসক ছিলেন ডা. নাবিদুল ইসলাম।


বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের ডা. মো. আব্দুল হাফিজ শাফী।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘সিলেট ফার্স্ট ইন্টারন্যাশনাল স্লিপ কোর্স অ্যান্ড লাইভ সার্জারি ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। ওসমানী হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগ ও অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ এপনিয়া, বাংলাদেশ এই ওয়ার্কশপের আয়োজন করে। এতে কোর্স ডিরেক্টর ছিলেন অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু, যিনি ওই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

এই ওয়ার্কশপের দ্বিতীয় দিন ছিল গতকাল। এ দিনই স্লিপ সার্জারি করা হয় একজন রোগীর। এই সার্জারি সরাসরি দেখানো হয় ওয়ার্কশপের সম্মেলন কক্ষে, যাতে সংশ্লিষ্টরা এ সার্জারিতে আরো দক্ষ হয়ে উঠতে পারেন।

সার্জারিটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সার্জারির আগে এ সংক্রান্ত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়। এতে তিনজন ভারতীয় স্লিপ সার্জারি বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। তাঁরা হলেন- ডা. সুদীপ্ত চন্দ্র, ডা. সম্পূর্ণা ঘোষ ও ডা. দীপঙ্কর দত্ত।

এ ছাড়া এক্সপার্ট প্যানেলে ছিলেন অধ্যাপক ডা.জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা.খোরশেদ আলম মজুমদার, অধ্যাপক ডা.কামরুজ্জামানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সার্জনরা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে