ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে শ্যামকুড় সীমান্তের ওপারে ভারতের পাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
 

নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।
স্থানীয় মশিউর রহমান জানান, মঙ্গলবার কয়েকজনের সঙ্গ আরিফুল ইসলাম সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে গিয়েছিলেন। রাত ১২টার পর ভারতের পাকুড়া সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আরিফুল ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গীরা এসময় পালাতে সক্ষম হন।


মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, এ বিষয়ে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আরিফুল ইসলামের মরদেহ শনাক্ত করার পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৭


সূত্র : বাংলা নিউজ