গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি মো. আবুল কালাম বলেছেন, শিক্ষার্থীদের মেধাবিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ অনেক বেশি গুরুত্ব বহন করে। তিনি অভিভাবকদের ও শিক্ষকদের উদ্যেশ্যে বলেন নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের সন্তানতুল্য মনে এগিয়ে যাওয়া প্রয়োজন। শিশুরা প্রাথমিক পর্যায়ে পড়ালেখার প্রতি ভালোবাসা নিয়ে বেড়ে উঠলে নির্দিষ্ট গন্থব্যে পৌছাতে সক্ষম হবে।


বুধবার (৮ফেব্রুয়ারি) বিকালে গোলাপগঞ্জ উপজেলার চৌধুরীবাজার ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষকের বক্তব্যে তিনি কথাগুলো বলেন। 



উপজেলা সহকারী শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। বিশেষ অতিথি বক্তব্য দেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরু মিয়া, চৌধুরী বাজার-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা আদরী রানী দাশ, কদমরসুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহার উদ্দিন। প্রতিযোগিতায় লক্ষণাবন্দ ইউনিয়নের মোট ২০টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৭