সিলেটের ওসমানীনগরে মুক্তিযুদ্ধের সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দয়ামীর ইউনিয়নবাসী তাকে এ সংবর্ধনা দেয়।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ডিন শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ।


মুক্তিযোদ্ধা সংসদ, বালাগঞ্জ-এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদের সভাপতিত্বে এবং লেখক ও কবি ফয়জুর রহমান ফয়েজের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সিলেটের ডাকের সাবেক সম্পাদক ও লেখক ফয়জুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল হাই মশাহিদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার সোনাহর আলী, সাংবাদিক ও লেখক এম এ মতিন, কবি ও সাহিত্যিক ফজলুর রহমান বাবুল, আবিদ ফায়সাল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শেখ তাজ মোঃ বাহা উদ্দিন, আবুল কাশেম, আবুল কায়েছ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিলেতে থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের কখনও ভুলার নয়। মহান মুক্তিযুদ্ধ না হলে একটা দেশ ও স্বাধীনতার স্বীকৃতি আসতো না। প্রবাসে মহান মুক্তিযুদ্ধেও সংগঠকরা বুদ্ধি, পরামর্শ ও অর্থ সম্পদ দিয়ে সহায়তা না করলে আজ গর্ব করে বাঙালি পরিচয় দেওয়া সম্ভব হতো না। তাদের এই আত্মত্যাগ নিঃস্বার্থ ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিরণ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আউয়াল, হিরণ মিয়া, রাজনীতিবিদ জুবায়ের আহমদ শাহীন, সেবুল আহমদ, হাজী আবদুল গণি, সুজন আলী, আনহার আলী, সেবুল আহমদ, জামাদুল ইসলাম জামাল, খালেদ আহমদ, কওছর মিয়া, রেজাউর রহমান খালেদ, লিপন মিয়া, হুসিয়ার আলী, আলাউর রহমান, আবু বক্কর, ফজর আহমদ জনি, সনজিত ব্যানার্জি, মনসুর চৌধুরী, সামসুল ইসলাম মনা, শিমুল আহমদ, শাহেদ আহমদ, ইমন জায়গীরদার, শাকিব আহমদ, সাজু মিয়া, ফয়সল, জুবেল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ আহমদ।


সিলেটভিউ২৪ডটকম/আরপি/পিডি