বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার চাকা সচল রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামীতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আহবান জানিয়েছেন। দেশের মানুষের জীবনমান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার পদ্মা সেতু, মেট্রোরেল সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। যা বিশ্বে প্রশংসিত হয়েছে। সরকারী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের ৭ কোটি মানুষ উপকারভোগী। সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনা সরকার শাসক নয় সেবক হিসেবে কাজ করছে। চা শ্রমিক সহ গ্রামীণ জনপদ, দেশের প্রতিটি অঞ্চলের এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে।
 

তিনি শনিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়নের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ, মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 


উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মন্জুর আহসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, চেয়ারম্যান ফারুক আহম্মেদ পারুল, শ্রীধাম দাশগুপ্ত প্রমুখ।
 

পরে প্রধান অতিথি নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা বৃত্তি ২০০জনের মধ্যে ৪ লাখ ৮০ হাজার, মাধ্যমিক শিক্ষা বৃত্তি ১২০ জনের মধ্যে ৭ লাখ ২০ হাজার, উচ্চ মাধ্যমিক ৬০ জনের মধ্যে ৫ লাখ ৭৬ হাজার ও নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫০টি বাইসাইকেল বিতরণ করেন। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ৫০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ৬ লাখ টাকা বিতরণ করা হয়।
 

এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০১