দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার পর এবার আরও বড় মঞ্চে লড়াইয়ের চ্যালেঞ্জ শামসুন্নাহার জুনিয়রদের সামনে। মার্চে এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ের লড়তে হবে বাংলাদেশের মেয়েদের। সদ্যই ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে সেই আনন্দে ভেসে যাওয়ার সুযোগ নেই শামসুন্নাহার-রূপনাদের।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী ইরান ও তুর্কমেনিস্তান। এই গ্রুপের খেলাগুলো হবে বাংলাদেশেই।
১০ মার্চ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের বাছাই শুরু করবে বাংলাদেশ। ১২ মার্চ খেলবে ইরানের বিপক্ষে। সাফের সাফল্যকে এখন অতীত ভেবে আসছে সপ্তাহেই শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়ার পরিকল্পনা বাংলাদেশ কোচের।
‘মেয়েরা কঠোর অনুশীলনের মধ্যেই ছিল। বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বে আমরা আগেও খেলেছি। এবারও লক্ষ্য থাকবে সেটাই।’- এশিয়ান কাপ বাছাই নিয়ে বলছিলেন ছোটন।
অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের ভাবনাতেও এখন এশিয়ান কাপের বাছাই। সাফ জয়ের পর সাক্ষাৎকার দেন তিনি।
সেখানেই শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘উৎসব যা করার (সাফ জয়ের পর) মাঠেই করেছি। এগুলো নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। সামনের মাসে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই রয়েছে। এখন ওই দিকেই মনোযোগ দিতে হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৯