দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদ চুপপু। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই রাষ্ট্রপতি হচ্ছেন—এটি নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে।

ক্ষমতাসীন দল থেকে মনোনয়নের পর মোবাইলে সাহাবুদ্দিন চুপপুর অনুভূতি জানতে চাইলে এ মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ মুহূর্তে আমার কোনো প্রতিক্রিয়া নেই।


ঘোষিত তপশিল অনুযায়ী আজ মনোনয়ন দাখিল, আগামীকাল যাচাই-বাছাই এবং ১৪ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন নির্ধারিত রয়েছে। আর অন্য কোনো প্রার্থী না থাকলে ওই দিনই রাষ্ট্রপতির বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে।

জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন—এটি নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে