বিশ্ব ভালবাসা দিবস নিয়ে ইন্ডিয়ান এনিমেল ওয়েলফেয়ার বোর্ডের একটি আবেদন। ওই আবেদনে ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালবাসা দিবস পালন করার পরিবর্তে ‘কাউ হাগ ডে’ বা গরু আলিঙ্গন দিবস পালনের আহ্বান জানানো হয়েছিল। বলা হয়েছিল, ভ্যালেন্টাইনস ডে ভারতের মূল্যবোধের বিরুদ্ধ। 

 


অন্যদিকে পশু, বিশেষ করে গরুকে আলিঙ্গন করলে তাতে ব্যক্তিগত এবং সামষ্টিক সন্তুষ্টি বৃদ্ধি পায়। গরুকে বলা হয় ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু এনিমেল ওয়েলফেয়ার বোর্ডের এমন আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায় সমালোচনার। অনেক সচেতন নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক সরকারের এই আহ্বানকে নিরেট পাগলামো, অযৌক্তিক বলে সমালোচনার তীর ছোড়েন। 

এর মধ্যে আছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায়। বিষয়টি সারা দুনিয়ায় সংবাদ শিরোনামে পরিণত হয়। ফলে ইন্ডিয়ান ওয়েলফেয়ার বোর্ড শুক্রবার তাদের ওই আহ্বান বা আবেদন প্রত্যাহার করেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০২


সূত্র : মানবজমিন