গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, ‘শান্তিতে বসবাস করার জন্যই আমরা যুদ্ধে জড়াই।’ আসলেই কি সেই অধরা শান্তি আসে—নাকি সব ধ্বংস হয়ে যায়, অচল হয়ে যায় মানবতা। যুদ্ধের বাস্তবতা অনেক ভয়ানক। সেই ভয়াল থাবার শিকার হয়েছে ইউক্রেনের এফসি মেটালুর জাপোরিঝিয়া।


দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাবটি যাচ্ছে চরম আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে। এমন সময় প্রিয় ক্লাবের পাশে দাঁড়িয়েছেন মডেল অ্যাঞ্জেলিনা পেত্রোভা। ইউক্রেনিয়ান মডেল নিজের ছবি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে আবারও চালু করবেন প্রিয় ক্লাব।


কাজের সূত্রে বিদেশে থাকা পেত্রোভা যুদ্ধাবস্থার মাঝে সম্প্রতি ফিরেছেন দেশে। জন্মভূমি ও প্রিয় ক্লাবের দুরবস্থা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। আট বছর আগেও একবার উন্মুক্ত ছবি তুলে টাকা জুগিয়েছিলেন ক্লাবের। এবারও তাই করছেন পেত্রোভা।

খোলামেলা ও সাহসী ছবি বিক্রি করে সেই অর্থ তুলে দিতে চান ক্লাব কর্তাদের হাতে। দ্বিতীয় বিভাগের প্রিয় ক্লাবটিতে কিছুক্ষণ কাটিয়ে ফেরার পথে জানিয়েছেন এমন। আগেরবার উন্মুক্ত বক্ষের ছবি বিক্রি করেছিলেন পেত্রোভা, এবার চাইলে হবেন আরও খোলামেলা। সাহসী সেই ছবি বিকিয়ে যা অর্থ মিলবে সেটা খরচ করা হবে ক্লাবের পেছনে।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৭


সূত্র : প্রতিদিনের বাংলাদেশ